‘বিবাহ আইন মেনে চলি, সুখি সুন্দর জীবন গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন কালকিনি শাখার উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, কাউন্সেলর ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহনে আজ বুধবার সকালে বাল্য বিবাহ বিরোধী ক্যাম্পাইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে একটি র্যালী বেড় করে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সকলকে বাল্য বিয়ের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, কালকিনি থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, জে,এফ,ইউ প্রজেক্টের সমন্বয়কারী মোঃ ইব্রাহিম মিয়া, জেলা সমন্বয়কারী শাহাবুদ্দিন আহম্মেদ ও পৌর সমন্বয়ক ঝর্না বেগম প্রমুখ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।