ঐতিহাসিক মুজিবনগর দিবসে সরাইলে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ১৭ই এপ্রিল ২০১৯ ০৩:৩৬ অপরাহ্ন
ঐতিহাসিক মুজিবনগর দিবসে সরাইলে আলোচনা সভা

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি অনন্য। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক ‘মুজিবনগর’ নামকরণ করা হয়। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আজ ১৭ এপ্রিল বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস। 

সরাইল উপজেলা প্রশাসনেরআয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান এর পরিচালনায় উপস্হিত ছিলেন, উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ জাহিরুল ইসলাম,সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহামদ কামাল, উপজেলা মৎস্য  কর্মকর্তা মোছাঃ মায়মুনা জাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঃ আজিজ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগির হোসেন,উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার মোঃ ইসমত আলী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মোস্তাফির রহমান,সঞ্চীব কুমার দেবনাত, সরাইল উপজেলা রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোঃ মাহফুজ আলী, হাজী ইকবাল হোসেন,মোঃ শরিক মিয়া প্রমুখ। উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, রাজনৈতিক নেতা কর্মী, শিক্ষক ও গণমাধ্যম কর্মী সহ বিশিষ্ট ব্যক্তিগণ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব