আগৈলঝাড়ায় মুজিব নগর দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: বুধবার ১৭ই এপ্রিল ২০১৯ ০২:২৪ অপরাহ্ন
আগৈলঝাড়ায় মুজিব নগর দিবস পালিত

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ তাজ উদ্দিন আহম্মেদ, এইচ এম কামরুজ্জামান, ক্যাপ্টেন এম মুনসুর আলী’র প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের বর্নাঢ্য র‌্যালী শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে পথ সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

ঐতিহাসিক মুজিব নগর দিবসের র‌্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, নব নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সহ-সভাপতি সাবেক উপাধক্ষ এসএম হেমায়েত উদ্দিন, যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, যুগ্ম সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, শ্রম বিষয়ক সম্পাদক ফরহাদ তালুকদার, আওয়ামীলীগ নেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, শফিকুল হোসেন টিটু,  জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বখতিয়ার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ চন্দ্র মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ নেতৃবৃন্দ।

ইনিউজ ৭১/এম.আর