"স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার" এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হচ্ছে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯। ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে স্বাস্থ্য সেবা সপ্তাহ। দিবসটি উপলক্ষ ১৭ এপ্রিল বুধবার বেলা ১১ টায়, হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি র্যালী বের হয়। র্যালীটি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মামুন -অর-রশিদ, ডাঃ সুবল কৃষ্ণ কুন্ডু , ডাঃ তানভীর মোর্শেদ, ডাঃ মীর মাজহারুল ইসলাম রনি সহ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।