কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী বাজারে সিএনজিতে তল্লাশি করে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফের হোয়াইকং খারাইংগাঘোনার রশিদ মোহাম্মদের ছেলে মো. মোস্তাফিজ (২০) ও তুলাতলীর মো. হোসেন শরীফের ছেলে মো. জাফর ইসলাম (২৫)। কক্সবাজার ৩৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৯ হাজার পাঁচশত ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে বিজিবি।
তাদের শরীরে কৌশলে লুকানো অবস্থায় ৯ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।