
প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৯, ১:৩১

পিরোজপুরের নেছারাবাদে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ইউসুফ সুতার (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার(১৫ এপ্রিল) বিকালে উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউসুফের বিরুদ্ধে থানায় একটি ডাকাতি ও দুইটি চুরি মামলা রয়েছে। কুখ্যাত ডাকাত ইউসুফ বলদিয়া গ্রামের আব্দুর রব সুতারের ছেলে।
নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ(ওসি) কে,এম তারিকুল ইসলাম বলেন, ইউসুফ সুতারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি চুরি ও ১টি ডাকাতি মামলা রয়েছে। ওইসব বিষয়ে তার বিরূদ্ধে থানায় ৩ টি ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত ইউসুফকে মঙ্গলবার সকালে পিরোজপুর কোর্টে পাঠিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
