হিজলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৬ই এপ্রিল ২০১৯ ০৭:০১ অপরাহ্ন
হিজলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে দিদার হাওলাদারের মেয়ে ইভা (২) এবং হাসান মাহামুদের মেয়ে রাইশা (২) নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশু দুটি সম্পর্কে মামাতো এবং  ফুপাতো বোন ছিল।

স্থানীয় সুত্রে জানা যায়, ১৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে শিশু দুটি বাড়ির পাশে পুকুর পাড়ে একটি বল নিয়ে খেলতে ছিলো। খেলার ছলে কখন যে শিশু দুটি পানিতে পরে যায় কেউ জানেনা। কিছুক্ষণ পরে দুজনকে পানিতে ভাসতে দেখতে পায়। পরে উদ্ধার করে তাদেরকে হিজলা হাসপাতালে নেয়া হলে, কর্তব্যরত ডাক্তার শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব