কালকিনিতে ৬টি অবৈধ ড্রেজার পুড়িয়ে দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: মঙ্গলবার ১৬ই এপ্রিল ২০১৯ ০৫:৩০ অপরাহ্ন
কালকিনিতে ৬টি অবৈধ ড্রেজার পুড়িয়ে দিল প্রশাসন

মাদারীপুরের কালকিনি উপজেলার পালরদি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয়টি ড্রেজার পুড়িয়ে দিয়েছেন প্রশাসন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশন ভূমি (এ্যাসিল্যান্ড) আবদুস সামাদ শিকদারের নেতৃত্বে থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ছয়টি ড্রেজার জব্দ করেন। পরে জব্দকৃত ড্রেজার মেশিনগুলো পুড়িয়ে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে একটি প্রভাবশালী মহল পালরদি নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে। এই সংবাদ পেয়ে সহকারী কমিশন ভূমি (এ্যাসিল্যান্ড) আবদুস সামাদ শিকদার ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ড্রেজার নদী থেকে পুড়িয়ে দেন। এসময় বালুদস্যুরা টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ইনিউজ ৭১/এম.আর