রাখব নিস্কণ্টক জমি-বাড়ি, করব সবাই ই-নাম জারি’ এ প্রতিপাদ্য বিষকে সামনে রেখে আগৈলঝাড়ায় ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভুমি অফিসের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ থেকে কর্মকর্তা, কর্মচারীদের সমন্বয়ে র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় উপজেলা পরিষদ চত্তরে শেষ হয়।
উপজেলা পরিষদ চত্তরে সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নিবার্হী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সেটেলমেন্ট অফিসের সার্কেল অফিসার অশোক কুমার দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যড.আবুল কাসেম সরদার, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শকুল, সেটেলমেন্ট অফিসের ড্রাফট্স ম্যান সিরাজুল হক সরদার, অফিস সরকারী ফারজানা ইয়াসমিন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। ১৬ থেকে ২০ এপ্রিল ভূমি সেবা সপ্তাহ পালিত হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।