ঢাকার বনানীর অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ মানুষ যেখানে ছবি তুলতে ব্যস্ত ছিলেন সেখানে ব্যতিক্রম ছিল কড়াইল বস্তির শিশু নাঈম। ফায়ার সার্ভিসের পানির পাইপের লিকেজে পলিথিন পেঁচিয়ে ধরে রাতারাতি বীর বনে যায় সে। মানবিক কাজের স্বাকৃতিস্বরূপ ওমর ফারুক সামি নামের সিলেট প্রবাসী এক যুবক তাকে ৫ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করেন। এবার বিনা ভাড়ায় ঘর পেলেন সেই নাঈম।
শনিবার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাসে একথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের ডেপুটি কমিশনার মোশতাক আহমেদ।
স্ট্যাটাসে তিনি লেখেন, 'বনানী এফ আর টাওয়ারে আগুন নিভানোর ক্ষেত্রে ছোট্ট নাঈম অবিস্মরণীয় ভূমিকা রেখেছিল। অথচ তার পরিবারের থাকার সুনির্দিষ্ট জায়গা ছিল না। গুলশান বিভাগের বনানী থানা আজ কড়াইলে তার পরিবারকে বিনা ভাড়ায় একটি ঘরের ব্যবস্থা করে দিল। নাঈমের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।'
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।