ইউএনও'মানবিকতায় ছেলের বন্দিজীবন থেকে মুক্ত বাবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৫ই এপ্রিল ২০১৯ ০৮:৫৫ অপরাহ্ন
ইউএনও'মানবিকতায় ছেলের বন্দিজীবন থেকে মুক্ত বাবা

কক্সবাজারের উখিয়ায় মাদকাসক্ত ছেলের দ্বারা শিকল বন্দি পিতাকে মুক্ত করলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিকারুজ্জামান চৌধুরী।জানাযায়,উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় শামসু ফকির নামের এক পিতাকে শিকল দিয়ে হাত পা বেধেঁ মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়, মাদকাসক্ত ছেলে জসীম উদ্দীন। দীর্ঘদিন ধরে নিজ জন্মদাতা পিতার উপরে এমন নিষ্ঠুর অমানবিক নির্যাতন চালালেও ভয়ে আশেপাশের কেউ মুখ খুলেননি।

তবে সোমবার ১৫এপ্রিল সকালে সাংবাদিক ওয়াহিদ রুবেল,শফিক আআজাদ,শ.ম.গফুর সহ কয়েকজন শিকল বন্দি বৃদ্ধা শামশুল ফকির ছবি ফেইসবুকে প্রকাশ করলে সমালোচনার ঝড় উঠে সর্বত্র। ফেইসবুক ব্যবহারকারীরা মাদকাসক্ত ছেলে জসীমের শাস্তি দাবি করে ফেইসবুকে পোষ্ট দিতে দেখা যায়।

এর জেরে কয়েক ঘন্টার ব্যবধানে উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জামান চৌধুরী বন্দিদশা থেকে বৃদ্ধ কে উদ্ধার করে আনেন। ইউএনও নিকারুজ্জামান চৌধুরী জানান, ফেইসবুকের মাধ্যমে জানতে পারলাম এক বৃদ্ধ পিতাকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে মাদকাসক্ত এক ছেলে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই পিতাকে উদ্ধার করে নিয়ে আসি। দুপুরে খাওয়া দাওয়া করানোর পর বর্তমানে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রথম বৃদ্ধা ছবি আপলোড করা ফেসবুক ব্যবহারকারীকে ধন্যবাদ জানান তিনি।এবং অভিযুক্ত ছেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব