
প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯, ১:৩৮

নরসিংদীতে মজুরী কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে পাটকল শ্রমিকদের ডাকা ৯৬ ঘন্টার ধর্মঘট পালন করেছে নরসিংদীর ইউএমসি জুট মিলস্ ও ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলস্ এর শ্রমিকরা।
৯৬ ঘন্টার ধর্মঘটের প্রথম দিনে সোমবার (১৫এপ্রিল) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত নরসিংদীর সাটিরপাড়া-কামারগাঁও আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে পাটকল শ্রমিকরা। এছাড়া ইউএমসি জুট মিলের সামনে জামতলা পৌর শ্রমিক মঞ্চে অবস্থান ধর্মঘট করে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা।
ইউএমসি জুট মিলস্ শ্রমিক ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সিবিএ সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সিবিএ সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা কাউছার খান সহ অন্যান্য শ্রমিক নেতারা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব