
প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯, ১:৩৩

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় বরিশাল নগরীর টাউন হল চত্বরে কেক কাটা, শুভেচ্ছা বিনিমিয় ও বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রো পলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (পিপিএম বার), পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম বার), জেলা প্রশাসক এস এম অজিউর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোয়াজ্জম হোসেন ভূইয়া, অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, বিভাগীয় প্রতিনিধি পারভেজ রাসেল, অফিস উপদেষ্টা আলমগীর হোসেন, আব্বাস উদ্দিন বাবলা সহ বরিশালের বিভিন্ন অঙ্গসংগঠন ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে টাউন হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
