নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: সোমবার ১৫ই এপ্রিল ২০১৯ ০২:৩১ অপরাহ্ন
নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার বিচারের দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় মানবন্ধন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সোমবার বেলা এগারটায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ কর্মসূচীর আয়োজন করেছে উদীচী শিল্প গোষ্ঠী, মানিকমালা খেলাঘর আসর, নাগরিক উদ্যোগ ও মহিলা ক্লাব। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কলাপাড়া পৌরশহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করে।

এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, নাগরিক উদ্যোগের সভাপতি নাসির তালুকদার, ঈমাম সমিতির সভাপতি মাসুম বিল্লাহ। মাদ্রাসা ছাত্রী নুসরাতের হত্যাকারী সিরাজ বাহিনীসহ সম্প্রতি সময়ে সংগঠিত সকল যৌন নিপিড়ন, ধর্ষন ও ধর্ষণ পরবর্তী হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। 

ইনিউজ ৭১/এম.আর