বরগুনায় নববর্ষ বরণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৪ই এপ্রিল ২০১৯ ০৯:৪৭ অপরাহ্ন
বরগুনায় নববর্ষ বরণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানে গুচি হোক ধরা রসের আবেশ রাশি শুস্ক করি দাও আসি এসো হে বৈশাখ এসো এসো ১৪২৬ বাংলা নববর্ষ বরনে পহেলা বৈশাখ ১৪ এপ্রিল রোববার সকাল ৯টায় বরগুনায় বর্ণাঢ্যমঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ডিসি অফিস চত্বর থেকে শুরু হয়ে মঙ্গল শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন করে বরগুনা শিমুলতলা মাঠে এসে শেষ হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজীক সাংস্কৃতিক সংগঠনের শিশু কিশোররা বাদ–বাজনা সহ নেচে গেয়ে শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। 

এ সময় জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, বরগনা জেলা আওয়মীলিগের সাধারন সম্পদক মোঃ জাহাঙ্গির কবির, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র মেঃ সাহাদাত হোসেন, জনপ্রতিনিধি প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মমকর্তা-কর্মচারি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ,স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন শিশু- কিশোর সংগঠনসহ সর্বস্তরের শত শত  মানুষ মঙ্গল শোভা যাত্রায় অংশ গ্রহন করেন।

এ দিকে, বরগুনা শিমুলতলা মাঠে বৈশাখি মেলা বসে। এছাড়া নববর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন সাংস্কৃতিক অনুস্ঠান সহ নানা কর্মসুচি পালন করে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব