রাজধানীর মিরপুর ১৪-এর পুলপাড় এলাকার ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাফরুল এলাকার কচুক্ষেতের পুলপাড় এলাকার একটি ১০ তলা ভবনে আজ রোববার বিকেল ৫টার দিকে আগুন লাগে। এই বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন রোববার বলেন, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল রহমান বলেন, কাফরুল থানার কচুক্ষেতের পুলপাড় এলাকার যে ভবনে আগুন লেগেছে সেটি ১০ তলা। ভবনটি সিটি টাউন চাইনিজ রেস্টুরেন্ট নামে পরিচিত। রেস্টুরেন্টের ওপর ষষ্ঠ ও সপ্তম তলায় গার্মেন্টসের গোডাউন আছে। সেখানেই আগুন লাগে। গার্মেন্টসের গোডাউন তালাবদ্ধ ছিল। কোনো লোকজন সেখানে তিনি দেখেননি।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) দিলীপ কুমার ঘোষ সাংবাদিকদের জানান, ওপরের তলায় আগুন ছড়াতে পারেনি। কারণ ওপরের তলা পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।