রাজধানীর মিরপুর ১৪'তে সিটি পার্ক সেন্টার নামে ১০ তলা ভবনের ৭ তলার একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। রোববার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর জানা যায়নি।
জানা গেছে, ১০ তলা ওই ভবনটিতে স্বর্ণের দোকান, রেস্টুরেন্টসহ অনেকগুলো দর্জির দোকান রয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় লোকজন। এক দোকানি জানিয়েছেন, পহেলা বৈশাখ উপলক্ষে এই ভবনের সব দোকান বন্ধ রয়েছে। তাই ভবনটিতে কোন মানুষ ছিল না।
এর আগে গত ২৮ মার্চ দুপুরে বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত হন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করেছিল। এরও আগে গত ২১ ফেব্রুয়ারি পুরান ঢাকার চুরিহট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে ৭৮ জনের প্রাণহানি ঘটে। সে সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিল ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।