মির্জাগঞ্জে নববর্ষ উপলক্ষে তিনদিন ব্যাপী বই মেলা

নিজস্ব প্রতিবেদক
উত্তম গোলদার
প্রকাশিত: রবিবার ১৪ই এপ্রিল ২০১৯ ০৫:৩৩ অপরাহ্ন
মির্জাগঞ্জে নববর্ষ উপলক্ষে তিনদিন ব্যাপী বই মেলা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে তিনদিন ব্যাপী ভ্রাম্যমান বই মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ফিতাকেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রানলায়ের সহযোগীতায় এবং বিশ্ব সাহিত্যে কেন্দ্রের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী।

মেলার ষ্টলগুলো পরিদর্শনকালে বিশ্ব মাহিত্যে কেন্দ্রের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, ভ্রাম্যমান বই মেলায় বিভিন্ন প্রকারের এখানে ৩০ হাজার বই রয়েছে। বই প্রেমীরা ৩০% কম দামে বইগুলো ক্রয় করতে পারবেন।  ষ্টলগুলোতে বেশি ভাগ বই রয়েছে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে। আগামী ১৬ এপ্রিল এ মেলা শেষ হবে। 

এ সময়ে এখানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা মোঃ ইসমাইল হোসেন মৃধা,নবনিবর্চাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব, মির্জাগঞ্জ থানার তদন্ত অফিসার মোঃ শাহ আলম,এ্যাডভোকেট আয়শা সিদ্দিকা,সাংবাদিক উত্তম গোলদার,মোঃ ফারুক খান ও মোঃ কারমরুজ্জামান বাধঁনসহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগন। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব