পিরোজপুরের কাউখালীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আবহমান গ্রাম বাংলার লোকজ সাংস্কৃতি ভিত্তিক মঙ্গল শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে নানা বয়সী ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস, এম আহসান কবীর, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিঞা, ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, জেলা পরিষদের সদস্য শাহাজাদি শাহিন রেবেকা চৈতী, কাউখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।