বাংলা নববর্ষ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যেগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা সদরের এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বিএইচপি একাডেমীর শিক্ষার্থীদের মধ্যে খেলা হয়।
খেলায় বিএইচপি একাডেমীকে পরাজিত করে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় উপজেলা সদরের বিএইচপি একাডেমী। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন উপজেলা নিবার্হী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।
এসময় উপস্থিত ছিলেন, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক,এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুর আর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্কার সাধারন সম্পাদক সরদার হারুন রানা, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, সাধারন সম্পাদক তপন বসু ও উপজেলা জাতীয় পাটির সভাপতি সিরাজুল হক মিয়া প্রমুখ। খেলা পরিচালনা করেন মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুশান্ত মজুমদার।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।