‘লিভার আয়ুশ চ্যানেল আই হাজারও কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ এ সুরের ধারার চেয়ারম্যান রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে হাজারও কণ্ঠে ‘তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে’ গানে বরণ করা হয় বাংলা নববর্ষ ১৪২৬। এই সময়ে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং।
তিনি শুভেচ্ছা বার্তায় সুরের ধারার চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমার পক্ষ থেকে সবাইকে মন থেকে শুভ নববর্ষ জানাচ্ছি। আপনারা সবাই পান্তা ভাত খেয়েছেন? সবাইকে ধন্যবাদ জানিয়ে ভুটানের প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাওয়ার কথা বলেন। রোববার সকাল সোয়া ৬ টার আগেই বর্ষবরণ উৎসবস্থলে এসে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।
অনুষ্ঠানস্থলে থেকে প্রায় পৌনে এক ঘণ্টার বর্ষবরণের বাংলা গান শোনেন ভুটানের প্রধানমন্ত্রী। বর্ষবরণের গান শোনানো হয় ভুটানী ভাষায়ও।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।