সরাইলে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ১৪ই এপ্রিল ২০১৯ ১২:৫৩ অপরাহ্ন
সরাইলে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী

বর্তমান পরিপ্রেক্ষিতে নববর্ষ উদযাপন পরিণত হয়েছে বাংলাদেশের সার্বজনীন উৎসবে। পয়লা বৈশাখের ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে মেতে ওঠে সারাদেশ। কাল বর্ষবরণের এ উৎসব আমেজে মুখরিতথাকবে বাংলার চারদিক। গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে বাঙালি মিলিত হবে তার সর্বজনীন এই অসাম্প্রদায়িক উৎসবে। দেশের পথে-ঘাটে, মাঠে-মেলায়, অনুষ্ঠানে থাকবে কোটি মানুষের প্রাণের চাঞ্চল্য, আর উৎসব মুখরতার। নানা আয়োজনের মধ্য দিয়ে সরাইলে পালিত হচ্ছে বাংলা নববর্ষ।

এ উপলক্ষে রোববার সকালে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী হয়েছে। র‌্যালীটি উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।এ সময়  মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম (শেউলিআজাদ), সরাইল উপজেলরা নির্বাহী অফিসার এ এস এম মোসা, সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুইয়া,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডঃ নাজমুল হোসেন, এডঃ আব্দুর রাশিদ,নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকিয়া বেগম, এডঃ জয়নাল উদ্দিন জয়, উপজেলা ক্রিড়া সংস্থার সম্পাদক এস এম ফরিদসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বর্ষবরণে দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিষদ চত্বরে চলছে। 

ইনিউজ ৭১/এম.আর