সরাইলে গণসংবর্ধণা" ফুলে ফুলে সিক্ত হলেন" এমপি শিউলি আজাদ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ১৪ই এপ্রিল ২০১৯ ১২:২১ অপরাহ্ন
সরাইলে গণসংবর্ধণা" ফুলে ফুলে সিক্ত হলেন" এমপি শিউলি আজাদ

হাজারো নেতা কর্মীদের গণসংবর্ধণায় ফুলে ফুলে সিক্ত হলেন এমপি শিউলি আজাদ। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে ব্রাহ্মণবাড়িয়া ছয়টি আসনের নির্বাচিত মহিলা সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শেউলি আজাদ)কে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে  উপজেলার অরুয়াইল আব্দুস সাত্তার কলেজ মাঠে এ গণসংবর্ধনা দেয়া হয়। অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভপতি হাজী আবু তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম (শেউলি আজাদ)।

এসময়  উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডঃ নাজমুুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডঃ আব্দুর রাশিদ, সরাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া,অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া,সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম,কুতুব উদ্দিন ভূইয়া,মিজানুর রহমান,ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, নোয়াগাঁ ইউপি চেয়ারম্যান মোঃ কাজল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেনউপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এডঃ মোঃ জয়নাল উদ্দিন( জয়) ও অরুয়াইল  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.কাজী মো.শফিক। আলোচনা সভা শেষে সংরক্ষিত মহিলা সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) কে আওয়ামীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ,শ্রমীকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়ীগণ সংবর্ধনা ও  ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এমপিকে।

ইনিউজ ৭১/এম.আর