“বিশ্বের মুসলিম এক হও, মুসলিম নিধনে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও” শ্লোগানকে সামনে রেখে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে নামাজরত মুসল্লিদের উপর শেতাংঙ্গ বর্ণবাদী সন্ত্রাসীর হামলাসহ গুলিবর্ষন করে হত্যার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসী এবং তার গডফাদারদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সদররোডে এ কর্মসূচির আয়োজন করেন জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার নেতৃবৃন্দরা। কমিটির সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আলহাজ্ব মির্জা নুরুর রহমান বেগ, মাওলানা মনিরুজ্জামান নুরানী, মাওলানা সামসুল আলম, মাওলানা জামাল উদ্দিন ফারুকী, মাওলানা নেসার উদ্দিন, মাওলানা হাসনাইন মাহমুদ সিদ্দিকী, মাওলানা আব্দুস ছালাম ফালাহি প্রমুখ। বক্তারা ক্রাইস্ট চার্চের হামলার ঘটনায় জাতীয় সংসদে নিন্দার প্রস্তাব আনার দাবী করেন। শেষে নিউজিল্যান্ডের মুসলিমসহ সারাবিশ্বের সকল মানুষের শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।