বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের সালিসি বৈঠকে মোঃমজিবুল হক সিকদার (৬০)ও আল আমিন সরদারকে(২০) শাবল দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই এলাকার সৈয়দ আলী সরদার এবং জলিল মোল্লার উপরে। আহত ২ জন হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
আহত মজিবুল জানায়, তাদের ৬৮ শতাংশ জমি নিয়ে আগের বিরোধের সমাধানের জন্য ১৬ মার্চ শনিবার সকাল ১০ টায় তার নিজ বাড়িতে সালিসি বৈঠকের আয়োজন করা হয়। এজন্য উভয় পক্ষের দুই জন আমিন উপস্থিত হয়। তার নিজের পক্ষের শাজাহান আমিন এবং ঐপক্ষের আমিন আবু মুন্সি। তাদের উভয় পক্ষের সমাধানকারি উপস্থিত ছিল ওয়াহেদ কাজী।
প্রথমে সালিসির কথা থাকলেও অপর পক্ষ বলেছে আগে জমির সীমানা নির্ধারণ করতে হবে। এ নিয়ে দু পক্ষের কথা কাটাকাটি এক পর্যায়ে আনোয়ার সরদার শাবল এলোপাথাড়ি আঘাত করে মজিবুলকে আহত করে। পাশাপাশি আল আমিনকে হকস্টিক দিয়ে পিটিয়ে আহত করে রহিম সরদার, জলিল মোল্লা ও লিটন সরদার। বাড়িতে হামলা করে রিয়াদ সরদার ও কাঞ্চন মোল্লা রান্না ঘর ভেঙ্গে ফেলে। ঘটনার ব্যপারে হিজলা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানানো হয় আহত এর পরিবার থেকে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।