আগৈলঝাড়ায় চোর আটক করে পুলিশে দিয়েছে জনতা

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: শনিবার ১৬ই মার্চ ২০১৯ ০৭:২৯ অপরাহ্ন
আগৈলঝাড়ায় চোর আটক করে পুলিশে দিয়েছে জনতা

বরিশারের আগৈলঝাড়ায় চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। থানায় মামলা দায়ের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উওর চাঁদত্রিশিরা গ্রামের নূর হোসেন বক্তিয়ারের ছেলে সাদ্দাম ইজিবাই চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। শুক্রবার রাতে সাদ্দাম পার্শ্ববর্তি মসজিদ থেকে জিকির শেষে ভোর রাতে ফিরে নিজের বাড়িতে রাখা ইজি বাইক চুরি হয়ে গেছে দেখতে পান। তাৎক্ষনিক সাদ্দাম মোটরসাইকেল নিয়ে ইজি বাইক খুঁজতে বের হয়।

সাদ্দাম জানায়, তার ইজি বাইক খুঁজতে গিয়ে সাদ্দাম চক্রিবাড়ী গ্রামে পৌঁছলে সেখানে চোরের দল অন্য একটি নছিমনের তালা ভাঙ্গতে দেখে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে চোর চক্রের এক জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। আটক চোর সদস্য জাকির মল্লিক (৩৫) মুকসুদপুর থানার যাত্রাবাড়ি গ্রামের আজিজুল মল্লিকের ছেলে। স্থানীয়রা আটক জাকিরকে শনিবার সকালে বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির কাছে সোপর্দ করেন। চেয়ারম্যান ঘটনা পুলিশকে জানালে এসআই সুজন হালদার আটক চোর জাকিরকে শনিবার দুপুরে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসেন। 

ইনিউজ ৭১/এম.আর