উখিয়ায় গাজা ও ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে পুলিশে দিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৬ই মার্চ ২০১৯ ০২:৩৫ অপরাহ্ন
উখিয়ায় গাজা ও ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে পুলিশে দিল ছাত্রলীগ

কক্সবাজারের উখিয়ার মধ্যম হলদিয়া পালংয়ে ইয়াবা ও গাঁজাসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অারমান হোসাইন কাজলও ছাত্রলীগ নেতৃবৃন্দের সহায়তায় একই এলাকার  ছেহের আলী ও তার স্ত্রী দিলোয়ারা বেগম প্রকাশ (পেলানি)কে অাধা কেজি গাঁজা, ২৫০ পিস ইয়াবাসহ হাতে নাতে অাটক করে পুলিশে দিয়েছে। উখিয়া থানার এএসআই দিদারুল ইসলামের আলমের হাতে তুলে দেন হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হোসাইন কাজল ও অত্র ওয়ার্ডের ছাত্রলীগের নেতৃবৃন্দরা তুলে দেন শুক্রবার রাতে।

এসময় হলদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আমানত উল্লাহ (বাবুল),  আলাউদ্দিন আল আজাদ,কামাল উদ্দিন, জিয়াউল হক, করিম উল্লাহ, মেহের আলী সহ অত্র এলাকার জনসাধারণ সহযোগিতা করেছেন। হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান বলেন সকলেই সহযোগীতা করলে ছাত্র সমাজকে সাথে নিয়ে হলদিয়া পালং ইউনিয়নকে মাদকমুক্ত করা সম্ভব হবে। এই মাদকবিরোধী অভিযান সফল করতে বিভিন্ন প্রকার সার্বিক সহযোগিতা এবং পাশে থেকে সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকেন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সদস্য সরওয়ার কামাল বাদশা ও স্থানীয় সমাজ সেবক হাফেজ ইকবাল।তাঁরা সব সময় এলাকায় মাদকের বিরোদ্ধে অবস্থান করেন।

ইনিউজ ৭১/এম.আর