
প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১৮:৫২

ছাত্রলীগের সঙ্গে মিলেমিশে কাজ করতে আপত্তি নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেও অভাবনীয় জয় পাওয়া কোটা আন্দোলনের এ নেতা বলেছেন, ভিপিসহ সব পদে পুনর্নির্বাচন চান। পুনর্নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ভিপি হিসেবে সর্বাত্মক সমর্থন করবেন। গত বছর সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুরুল হক। মুহসীন হলের সাধারণ একজন শিক্ষার্থী থেকে ২৪ বছর বয়সী এই তরুণ এক বছরেরও কম সময়ের ব্যবধানে চলে এসেছেন ছাত্র রাজনীতির পাদপ্রদীপে। তাক লাগিয়ে জয় পেয়েছেন বহুল প্রতীক্ষিত ডাকসুর নির্বাচনে ভিপি পদে।

ভোট-পরবর্তী উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার বিকেলে টিএসসিতে সমর্থক পরিবেষ্টিত হয়ে কথা বলেন নুরুল হক। বেশির ভাগ প্রশ্নেরই কৌশলী উত্তর দেন। নির্বাচন বর্জন করেও জয়কে সাধারণ শিক্ষার্থীদের বিজয় বলেছেন।কারচুপি হলে তিনি কীভাবে জয় পেলেন- এ প্রশ্নে নুরুল হক বলেন, ভোট সুষ্ঠু হলে তার নেতৃত্বাধীন প্যানেলের সবাই জিততেন। তিনি ১১ হাজারের বেশি ভোট পেয়েছেন। তার প্যানেলের জিএস, এজিএস প্রার্থী চার-পাঁচ হাজার ভোট পেয়েছেন, যা সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু হলে তিনি নিজেও আরও বেশি ভোট পেতেন বলে দাবি করেন নুর।

ইনিউজ ৭১/এম.আর