পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৪শে ফেব্রুয়ারি ২০১৯ ০৮:২৮ অপরাহ্ন
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। রোববার দুপুরে দেড়টার দিকে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসের ভিতরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিককে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অনিরুজ্জামান অনিক (২৮) পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলুর ছেলে। প্রত্যক্ষদর্শী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহাবুব রনি জানান, দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক ও সে  সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসের ভিতরে ছিল। হঠাৎ করেই কয়েকজন এসে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং অনিককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

পরে কলেজের ভিতরের অন্য ছাত্ররা এগিয়ে এলে হামলাকারীরা রক্তাক্ত অবস্থায় অনিককে ফেলে রেখে পালিয়ে যায়। পরে অনিককে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হয়।  সদর হাসপাতালের আরএসও ডা. ননী গোপাল রায় জানান, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিককের  চিকিৎসা চলছে। পিরোজপুর সদর থানার ওসি এম এম জিয়াউল হক জানান, কলেজ ক্যাম্পাসে ব্যানার টানানোকে কেন্দ্র করে বিরোধে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় জড়িতের গ্রেপ্তার সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব