প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ১৮:২০
চতুর্থবারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ব্রুনাই’র সুলতান ও আফগান প্রেসিডেন্ট। ব্রুনাই’র সুলতান হাজী হাসানাল বলকিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক অভিনন্দন বার্তায় বলেন, পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে উষ্ণ অভিনন্দন বার্তা পাঠাতে পেরে আমি আনন্দিত। তিনি আরও বলেন, আমি নতুন মেয়াদে আপনার সার্বিক সাফল্য কামনা করছি এবং দুটি দেশ ও দেশের জনগণের স্বার্থে আমাদের মূল্যবোধ ও দীর্ঘদিনের সম্পর্ক আরো জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী।
ব্রুনাই’র সুলতান প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও কল্যাণ এবং বাংলাদেশের জনগনের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বার্তায় বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় আফগানিস্তানের জনগণ ও আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আফগান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্য এবং বাংলাদেশের জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
ইনিউজ ৭১/এম.আর