'যে কারণে ঐক্যফ্রন্টকে সংলাপে আহ্বান'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৪ই জানুয়ারী ২০১৯ ০৭:০৩ অপরাহ্ন
'যে কারণে ঐক্যফ্রন্টকে সংলাপে আহ্বান'

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের আবারো সংলাপ নতুন করে নির্বাচন আয়োজনের জন্য নয়, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য।  ১৪ জানুয়ারি সোমবার বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, সারা বিশ্ব, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্ব সদ্য সমাপ্ত যে নির্বাচনকে অভিনন্দিত করেছে। সেই নির্বাচনের পর আর কোনো নতুন নির্বাচনের প্রসঙ্গ হাস্যকর।

সেতুমন্ত্রী বলেন, যারা ভেবেছিল দলীয় অন্তর্কলহে নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় ঘটবে, তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ এতটাই ঐক্যবদ্ধ ছিল যে বিজয় থেকে মহাবিজয়ে উন্নীত হয়েছে।তিনি আরো বলেন, ‘কিছুটা দুর্ভোগ হবে। জনগণের কাছে আগাম ক্ষমা চেয়ে সবাইকে বিজয় সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। কেননা, এই মহানগরবাসীই নৌকাকে ক্ষমতায় এনেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব