ভোলায় ডায়েরিয়ার প্রকোপ হাসপাতালে রোগীর ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৪ই জানুয়ারী ২০১৯ ০২:০৪ অপরাহ্ন
ভোলায় ডায়েরিয়ার প্রকোপ হাসপাতালে রোগীর ভিড়

ভোলা জেলায় হঠাৎ করে দেখা দিয়েছে ডায়েরিয়ার প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুসহ বয়স্ক রোগীরা। বছরের প্রায় প্রতিটি ঋতুতেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে সাধারণ মানুষ। শীতের প্রভাবে জ্বর, সর্দি-কাশি, চর্মরোগসহ ডায়েরিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ভোলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকগুলোতে গিয়ে এমনটিই দেখা যায়। ভোলা জেলা চরফ্যাসন উপজেলায় হাসপাতাল আসা শিশু রোগীর স্বজন ফারজানা বেগম জানান, শীত আসার পর থেকেই প্রায় ২৫ দিন যাবৎ ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছে তার সন্তান। সুস্থ্য না হওয়ায় হাসপাতালে ভর্তি করেছেন শিশুকে। শুধু ফারজানা বেগম নয় তার মতো আরো অনেক শিশু ও বয়স্ক রোগীর স্বজনরা ভিড় করছেন হাসপাতালে।

এ প্রসঙ্গে চরফ্যাসন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার সুব্রত রায় বলেন, শীতের সময় রোগির সংখ্যা কমে গেলেও শিশু রোগে আক্রান্তের সংখ্যা থেকে যায়। তবে চরফ্যাসন এলাকায় ডায়েরিয়ার প্রকোপ একটু বেশি লক্ষ করা যাচ্ছে। এছাড়া চর্মরোগে আক্রান্ত রোগিদের সংখ্যাও বাড়ছে।  তবে এ সময় ডায়েরিয়া ও চর্মরোগের হাত থেকে রক্ষা পেতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। বিশেষ করে শিশুদের খাবারের প্রতি যত্ন নিতে হবে, হালকা গরম পানি দিয়ে গোসল করতে হবে এবং পরিষ্কার পোশাক পরিধান করাতে হবে। তাহলে ঠান্ডা জনিত রোগসহ চর্মরোগ ও  ডায়রিয়া থেকে রক্ষা পেতে পার বলেও জানান তিনি।

ইনিউজ ৭১/এম.আর