রাঙ্গুনিয়ায় দুটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১২ই জানুয়ারী ২০১৯ ০৬:৫২ অপরাহ্ন
রাঙ্গুনিয়ায় দুটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ বালু তোলার দুটি ড্রেজার (খননযন্ত্র) নষ্ট করে পুড়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বালু তোলার সরঞ্জামাদি ও পাইপ নষ্ট করে দেয়া হয়। শনিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন ও পারুয়া ইউনিয়নের ইছামতি নদীতে পৃথক ৩ স্থানে অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। আদালতকে সহযোগিতা করেন থানার উপপরিদর্শক সুব্রত চৌধুরীসহ একদল পুলিশ। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের খননযন্ত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু তৈয়ব ছিদ্দিকীর ও  পারুয়ার খননযন্ত্র পারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. বাবুর বলে স্থানীয়রা জানান।

ইউএনও মো. মাসুদুর রহমান বলেন,'দীর্ঘদিন ধরে পারুয়া ইউনিয়নের সৈয়দ নগর, সাহাব্দী নগর ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তি নিকেতন এলাকার ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগ করছেন স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পৃথক দুটি স্থান থেকে বালু তোলার খননযন্ত্র জব্দ করে নষ্ট করে দেয়া হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব