বরিশালে ২ লঞ্চের সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৬ই জানুয়ারী ২০১৯ ১১:১৫ পূর্বাহ্ন
বরিশালে ২ লঞ্চের সংঘর্ষে যুবক নিহত

বরিশাল, ০৬ জানুয়ারি- বরিশালের কালীগঞ্জে মেঘনা নদীর মোহনায় ঢাকাগামী দুই লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে বরিশাল ঢাকা নৌ-রুটে যাত্রী পরিবহনকারী এমভি এডভেঞ্চার ৯ ও সুন্দরবন ৬ লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। অ্যাডভেঞ্চার লঞ্চের প্রত্যক্ষদর্শী যাত্রী হোসেন আহমেদ বলেন, তাদের জাহাজটি এক হাজারের বেশি যাত্রী নিয়ে রাত ৯টার দিকে বরিশাল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

কিন্তু, পথিমধ্যে জাহাজটি মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়ায় জোয়ারের অপেক্ষা করা হচ্ছিল। রাত দেড়টার দিকে বিপরীত দিক ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা সুন্দরবন ৬ লঞ্চটি ডুবোচরে আটকে থাকা এডভেঞ্চার জাহাজটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে উভয় জাহাজের অন্তত ১০ যাত্রী আহত হন। এ সময় গুরুতর আহত এক যাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন। জানা গেছে, বরিশালের মেঘনা নদীর মোহনায় দুটি লঞ্চের সংঘর্ষে শাকিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।