চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার মরিয়ম নগর চৌমুহনী এলাকায় অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে সরকারি খাল ও সওজ’র জায়গা দখল করে নির্মাণাধীন অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার(৫ জানুয়ারি) বেলা ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতে এই অভিযান চালান নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। আদালতকে সহযোগিতা করেন থানা পুলিশ।
ইউএনও মো. মাসুদর রহমান বলেন, “কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার মরিয়ম নগর চৌমুহনীর মাছের আড়তের পাশে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় দীর্ঘদিন ধরে পাকা স্থাপনা নির্মান করে আসছেন স্থানীয় মো. কামাল। অভিযানে খাল দখল করে নির্মানাধীন এই পাকা স্থাপনাটি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।”
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।