সেই নারীকে দেখতে সুবর্ণচরে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৫ই জানুয়ারী ২০১৯ ০৪:৩১ অপরাহ্ন
সেই নারীকে দেখতে সুবর্ণচরে হিরো আলম

নোয়াখালীর সুবর্ণচরের নির্যাতনের শিকার গৃহবধূকে দেখতে নোয়াখালী গেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেখানে গিয়ে তিনি বলেন: নির্বাচনের দিন আমাকেও মারধর করা হয়েছে। আমার বিচার পরে, আগে আমার এই বোনের অপরাধীদের বিচার করেন। শনিবার সকালে তিনি নোয়াখালীর হাসপাতালে নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবারের সাথে দেখা করেন। হিরো আলম বলেন: গরীব গরীবের দুঃখ বোঝে, তাই আমি এতদূর থেকে ছুটে এসেছি।

আমি নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চাই তাদের ফাঁসি হোক, এমন ঘটনা যেন আর বাংলার ঘরে না ঘটে। গত রাতে রওনা হয়ে সকালে নোয়াখালীর ওই হাসপাতালে যান বলে জানান হিরো আলম। নোয়াখালী থেকে হিরো আলম পরে সুবর্ণচরে নির্যাতিতা গৃহবধূর বাসায় যান। সেখানে তার মেয়ের সাথে কথা বলেন ও সান্তনা দেন। একই দিন দুপুর ১টায় নির্যাতিতা গৃহবধূকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতারাও।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব