আমুর শোক সৈয়দ আশরাফের মৃত্যুতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৪ঠা জানুয়ারী ২০১৯ ১০:২৯ পূর্বাহ্ন
আমুর শোক সৈয়দ আশরাফের মৃত্যুতে

জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের বড় ছেলে, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রসাশন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।এক শোকবাণীতে শিল্পমন্ত্রী বলেন, মরহুম সৈয়দ আশরাফের মৃত্যুতে বাংলাদেশ একজন মহৎপ্রাণ, সৎ, নীতিবান ও দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। আওয়ামী লীগ হারিয়েছে একজন আদর্শবান, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকে।আমু বলেন, ‘আশরাফ ছিলেন গণমানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক।

তাঁর মৃত্যুতে দেশের আপামর জনগণের মত আমিও গভীর শোকাহত ও বেদনাহত। তাঁর এ মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণে যে শূণ্যতার সৃষ্টি হলো, তা কখনোই পূরণ হওয়ার নয়।সৈয়দ আশরাফ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৩ অক্টোবর মারা যান তাঁর স্ত্রী শিলা ইসলাম। মৃত্যুর সময় সৈয়দ আশরাফ একমাত্র মেয়ে রীমা ইসলামসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মরহুম সৈয়দ আশরাফের বিদেহী আত্মার শান্তি কামনা ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।