উপদেষ্টা পরিষদ থেকে দুই উপদেষ্টার পদত্যাগের পর সরকারের পক্ষ থেকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে বণ্টন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট জারি করে এই পুনর্বণ্টনের বিষয়টি নিশ্চিত করে। সদ্য পদত্যাগী মাহফুজ আলমের অধীন থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে।
অপরদিকে, আসিফ মাহমুদের কাছে থাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আসিফ নজরুল।