
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ১৮:১

সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চলতি সপ্তাহেই ঘোষিত হবে নির্বাচনের তফসিল। তারই প্রেক্ষাপটে ভোটের আগে-পরে নানা প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৭ ডিসেম্বর) এসব বিষয় নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান—এবারের নির্বাচনে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ভোটের দায়িত্বে রাখা হবে না।
