
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১৭:২

বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সেনাবাহিনী আগের অবস্থানেই থেকে দায়িত্ব পালন করবে এবং মাঠ থেকে তাদের প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি।
রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তবে স্পষ্টভাবে বলা হচ্ছে—সেনাসদস্যদের ৫০ শতাংশ মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না।
তিনি বলেন, “সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে। নির্বাচন ও সাধারণ নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তাদের অবস্থান অপরিবর্তিত রাখা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাসদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

এসময় নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাজনৈতিক দলের ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং রাজধানীসহ সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এর আগে গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সেনাদের অর্ধেক সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহার করা হবে নির্বাচনী প্রশিক্ষণের জন্য। তবে সেনাসদর আগেই জানায়, আইনশৃঙ্খলা রক্ষার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।