মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার আসামি ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন এখনো কর্মরত আছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজি মোনাওয়ার হুসাইন তামীম।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “আইনে যা বলা আছে সেটাই ব্যাখ্যা। এখন সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নেবে আইনটি কবে তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে। যতক্ষণ তা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সার্ভিং (কর্মরত) বলাই যায়।”
প্রসিকিউটরের তথ্যমতে, ২৫ জন আসামির মধ্যে ১৫ জন কর্মরত, ১ জন এলপিআরে (অবসরোত্তর ছুটি) এবং ৯ জন অবসরে রয়েছেন।
তিনটি মামলার মধ্যে দুটি বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা হয়েছে, আরেকটি মামলা জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত।
আইনি মহল বলছে, কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরও তাদের চাকরিতে বহাল থাকা বিষয়টি প্রশাসনিক জটিলতা তৈরি করছে।