প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৮:৪৪
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে সারাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই) লক্ষ্য করে হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় গেছে পুলিশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর শনিবার (১৮ অক্টোবর) রাতে পুলিশ সদর দপ্তর থেকে সকল ইউনিটকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়।