রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয়েছে ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠান উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা, তবে বৈরী আবহাওয়ার কারণে তা আধাঘণ্টা পিছিয়ে বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হয়। দক্ষিণ প্লাজায় স্থাপিত মূল মঞ্চে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় এই বহু প্রতীক্ষিত অনুষ্ঠানটির।
‘জুলাই জাতীয় সনদ’কে দেশের রাজনৈতিক পুনর্গঠনের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। এতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন, মানবাধিকার সুরক্ষা এবং জুলাই অভ্যুত্থানে নিহত-আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আগামী অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে বলে আশা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।