প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৪৯
রাষ্ট্রপতির আদেশক্রমে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার গণমাধ্যমে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এবং The Prisons Act, 1894 (IX of 1894)-এর ধারা ৩(বি) অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে বলা হয়, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই ঘোষণা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
তবে কোন উদ্দেশ্যে উক্ত ভবনটি সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো বিস্তারিত উল্লেখ করা হয়নি।
প্রজ্ঞাপন জারির সময়টি এমন এক প্রেক্ষাপটে এসেছে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
গত ৮ অক্টোবর এই পরোয়ানা জারি করা হয়, যাদের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ১১ অক্টোবর সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্তদের মধ্যে ৯ জন অবসরে, একজন এলপিআরে এবং ১৫ জন বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।
সংবাদ সম্মেলনের পরদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার পর যারা সেনাবাহিনীর হেফাজতে আছেন, তাদের অবশ্যই আদালতে হাজির করতে হবে।
এ প্রেক্ষাপটে সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করার সিদ্ধান্তকে অনেকেই সাম্প্রতিক ঘটনাবলির সঙ্গে সম্পৃক্ত বলে মনে করছেন, যদিও সরকারিভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।