প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫১
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি ভাষণ শুরু করেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর থেকে দেওয়া এ ভাষণ সরাসরি সম্প্রচার করেছে বিটিভি, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার।
২০২৪ সালের আগস্টে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল ড. ইউনূসের দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ। তার ভাষণকে ঘিরে দেশ-বিদেশে ছিল বিশেষ আগ্রহ।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম আগেই জানিয়েছিলেন, এই ভাষণে গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রমের বিবরণ তুলে ধরা হবে। একই সঙ্গে অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কেও তিনি বিশ্ব সম্প্রদায়কে অবহিত করবেন।
ভাষণে অধ্যাপক ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথচলার কথা উল্লেখ করেন। তিনি বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য তার সরকার একাধিক উদ্যোগ নিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের অর্থনীতি সংকট কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক সহযোগিতা ও অভ্যন্তরীণ সংস্কারের মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে।
জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়া বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করে। এতে শুধু দেশের ভাবমূর্তিই উজ্জ্বল হয় না, বরং বিশ্ববাসীর কাছে বাংলাকে আরও একবার তুলে ধরার সুযোগ তৈরি হয়।
ভাষণে ড. ইউনূস বাংলাদেশের তরুণ প্রজন্মের শক্তি, প্রবাসীদের অবদান এবং নারী নেতৃত্বের অগ্রগতি সম্পর্কেও আলোকপাত করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনেও জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক শান্তি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষ থেকে অধ্যাপক ইউনূসের ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পেয়েছে।