বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশটি গণতন্ত্রের পথে সঠিকভাবে এগোচ্ছে বলে মনে করে তারা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে অংশ নেয় প্রতিনিধি দলটি। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মুনির সাতুরির নেতৃত্বে আসা এই দলটির সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৈঠকে মানবাধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের নির্বাচনপদ্ধতি ও সংস্কার কার্যক্রমে সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানান ইইউ সদস্যরা।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবদানকে বিশেষভাবে তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিনিধি দল। তারা বলেন, বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী সংকট সামলাতে বাংলাদেশের মানবিক সহযোগিতা অনন্য উদাহরণ। পাশাপাশি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার জন্য আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে তারা মত দেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, ইইউর সহযোগিতায় এ সংকট সমাধান ত্বরান্বিত হবে।
এ ছাড়া উভয় পক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের বিষয়েও মতবিনিময় করেন। প্রতিনিধি দল আজ কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবে এবং ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।