ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে সিলেট অঞ্চলের একাধিক নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকিতে পড়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের ভেতরে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি ভারতের মেঘালয়, আসাম ও সিকিমেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী দুইদিনে আরও বৃদ্ধি পাবে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে নদীসংলগ্ন এলাকা, বিশেষ করে সিলেট শহর ও উপকণ্ঠ, সুনামগঞ্জের ছাতক-জগন্নাথপুর এবং মৌলভীবাজারের কুলাউড়া-রাজনগর অঞ্চলে বন্যা দেখা দিতে পারে।
এ অবস্থায় স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিশেষ করে নদী তীরবর্তী গ্রামগুলোতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, খাদ্য ও ওষুধ মজুদ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, আগের বন্যার ক্ষতি এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তারা। আবারও নতুন করে নদীর পানি বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৃষকরা জানিয়েছেন, ফসলি জমি প্লাবিত হলে এ মৌসুমের বোরো ও সবজি চাষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।