প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১০:৫১
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আজ সোমবার মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিডার চেয়ারম্যান, আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূতসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
সফরে যেসব সমঝোতা স্মারক স্বাক্ষর হবে তার মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সহযোগিতা, বিএমসিসিআই ও মালয়েশিয়ান কোম্পানির মধ্যে চুক্তি, বিআইআইএসএস ও আইএসআইএসের মধ্যে সহযোগিতা এবং এফবিসিসিআই ও এমআইসিসিআই-এর মধ্যে সমঝোতা। এছাড়া হালাল খাদ্য ব্যবস্থাপনা, ফরেন সার্ভিস একাডেমি ও আইডিএফআরের মধ্যে সহযোগিতা এবং উচ্চশিক্ষা খাতে অংশীদারিত্ব নিয়ে নোট বিনিময় হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান জানান, সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো নিয়ে আলোচনা হবে। প্রথম দিনে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনারের মাধ্যমে অভ্যর্থনা জানানো হবে এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে স্বাগত জানাবেন।
দ্বিতীয় দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর উভয়পক্ষের প্রতিনিধি পর্যায়ের আলোচনা এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। একইদিন বিকেলে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বিজনেস ফোরামে অংশ নেবেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।
তৃতীয় দিনে তিনি ইউনিভার্সিটি কেবাঙ্গাসান মালয়েশিয়ার চ্যান্সেলর ও নেগেরি সেম বিলান প্রদেশের রাজা তোয়াংকু মুহরিজ ইবনি আল মারহু তোয়াংকু মুনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।
প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এ সফরে মালয়েশিয়ায় নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, পেশাজীবী প্রেরণ এবং শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়ানো নিয়ে গুরুত্বসহ আলোচনা হবে বলে জানানো হয়েছে।