প্রকাশ: ৭ আগস্ট ২০২৫, ১১:৪১
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার সকালে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রবেশ করেছেন। সকাল ১০টা ২৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান। তার আগমনকে কেন্দ্র করে পুরো সচিবালয় এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা।
সচিবালয়ের নবনির্মিত মন্ত্রিপরিষদ ভবনের ১ নম্বর ভবনে সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা নিজেই। এটি এই ভবনে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধানের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠক।
সচিবালয়ের প্রেস ক্লাব সংলগ্ন গেটে অবস্থিত নতুন মন্ত্রিপরিষদ ভবনটিকে সম্প্রতি পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হয়েছে। পূর্বে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো সচিবালয়ের ছয় নম্বর ভবনের পুরনো সভাকক্ষে অনুষ্ঠিত হতো। এবারই প্রথম নতুন ভবনে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে গত বছরের ২০ নভেম্বর অধ্যাপক ইউনূস প্রথমবার সচিবালয়ে গিয়েছিলেন। সে সময় অন্তর্বর্তী সরকারের কার্যক্রম刚 শুরু হয়েছিল এবং তার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের একটি প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে সচিবালয়ে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। একমাত্র ১ নম্বর গেট খোলা রাখা হয়েছে, বাকি সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ওই গেটে সোয়াত সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সকাল থেকেই সচিবালয়ের আশপাশে জনসাধারণ এবং যান চলাচলে সীমিততা আরোপ করা হয়েছে। গাড়ি প্রবেশে কড়াকড়ি এবং আগত কর্মকর্তাদের পরিচয়পত্র যাচাই করে প্রবেশাধিকার দেওয়া হয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র ও জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শুরুতে উপদেষ্টা পরিষদের বৈঠক যমুনা ভবনে হলেও বর্তমানে সচিবালয়ে এটি নিয়মিত আয়োজন হিসেবে স্থাপিত হয়েছে।
সংস্কারকৃত প্রধানমন্ত্রীর কার্যালয় বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে নিয়মিত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে আজকের বৈঠকটি সচিবালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আভাস দিচ্ছে।