প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ১১:২৭
আজ ২২শে শ্রাবণ, বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৮তম প্রয়াণবার্ষিকী। ১৯৪১ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরলোকে। কিন্তু তাঁর সৃষ্টিকর্ম আজও বাংলা সাহিত্য, সংস্কৃতি ও দর্শনের প্রজ্ঞাবান পথপ্রদর্শক হিসেবে জ্বলজ্বল করছে। গল্প, কবিতা, উপন্যাস, নাটক, গান—প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন অমর কীর্তি। বাংলা ভাষাকে তিনি এনে দিয়েছেন আন্তর্জাতিক মর্যাদা, বিশ্বসাহিত্যে প্রতিষ্ঠা।